ভিভো মোবাইলের দাম ২০২২

  


ভিভো মোবাইলের দাম ২০২২ 

অসাধারণ ক্যামেরা এবং দারুণ সব ফিচার হওয়ার কারণে ভিভোর ফোনগুলো নিয়ে বাংলাদেশের মানুষদের অনেক বেশি আগ্রহ। প্রতিযোগিতার এই বাজারের শাওমি-রিয়েলমির মত কোম্পানিগুলো স্পেসিফিকেশন কে কার চেয়ে সেরা হবে তা নিয়ে রীতিমতন প্রতিযোগিতায় নেমেছে । সে ক্ষেত্রে গ্রাহকদের কথা চিন্তা করে অন্য এক কৌশল অবলম্বন করেছে ভিভো।

ভিভো মোবাইল কোম্পানি সব ধরনের গ্রাহকের মন জয় করতে বিভিন্ন দামে বাজারে মোবাইল ছেড়েছে আপনার বাজেট কম হোক বা অনেক বেশি আপনার বাজেটের মধ্যেই আপনি যে কোন মডেলের ভিভো ফোন পেতে পারেন।

ফোনের ক্ষেত্রে স্পেসিফিকেশনের ফোকাস দাঁডিয়ে ব্যবহারের উপযোগী তাও আকর্ষণীয়তার দিক দিয়ে বেশি গুরুত্ব দেয় এই মোবাইল কোম্পানিগুলো । মূলত অনলাইন অফলাইন সব মার্কেটের জন্যই তৈরি করা হয়েছে।

বাংলাদেশেও অফিশিয়ালি ভিভোর বেশ কয়েকটি মডেলের ফোন বাজারে পাওয়া যাচ্ছে বাজারের সবচেয়ে ভালো ফোন যেগুলো রয়েছে সেগুলোর সাথে পাল্লা দিয়ে মোবাইল কোম্পানিতে আবার কমদামের যে ফোন গুলো রয়েছে সেগুলো পাশাপাশি ভালো মানের স্মার্টফোন বিক্রি করছে ভিভো। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ভিভো মোবাইলের দাম সম্পর্কে এবং আজকে নতুন কিছু মডেলের স্পেসিফিকেশনও জানব।

ভিভো ভি২৩ ৫জি এর দাম – 


দেশের বাজারে ভিভো’র নতুন ৫জি ফোন হলো ভিভো ভি২৩ ৫জি। ৪০হাজার টাকা দামের এই ফোনটিতে অসাধারণ ডিজাইন। ভিভো’র অন্যসব ফোনের মত এই ফোনটিতেও থাকছে আকর্ষণীয় ক্যামেরা ফিচার। বিশেষ করে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে বেশি জোর দিয়েছে ভিভো। ডুয়াল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি এলইডি লাইট রয়েছে ভিভো ভি২৩ ৫জি ফোনটিতে। ডিসপ্লেতে 6.4 ইঞ্চি এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রসেসর বরাবরের মতোই সবচেয়ে ভালো মিডিয়াটেক ডাইভারসিটি 920 ব্যবহার করা হয়েছে।

ভিভো ভি২৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • কানেক্টিভিটিঃ ৩জি, ৪জি, ৫জি
  • ব্যাটারিঃ ৪২০০মিলিএম্প
  • চার্জিংঃ ৪৪ওয়াট ফাস্ট চার্জিং
  • ভিভো ভি২৩ ৫জি এর দাম ৩৯,৯৯৯টাকা

ভিভো এক্স৭০ প্রো ৫জি এর দাম –


দেশের বাজারে সবচেয়ে বেশি দামে ভিভোর যে ফোনটি পাওয়া যাচ্ছে, সেটি হলো ভিভো এক্স৭০ প্রো ফোনটি। ফোনটির ৫জি সুবিধা ও অসাধারণ ক্যামেরা সেটাপ মিলিয়ে অনেকের কাছে ৭৩হাজার প্রাইস ট্যাগ ভালো একটি ডিল মনে হতে পারে।

ভিভো এক্স৭০ প্রো ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ৫জি
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৪৫০মিলিএম্প
  • ভিভো এক্স৭০ প্রো ৫জি মোবাইল বাংলাদেশ প্রাইস ৭২,৯৯০টাকা

ভিভো এক্স৬০ প্রো এর দাম – 


70,000 টাকা দামে পাওয়া যাচ্ছে এই মোবাইল ফোনটি। এই মোবাইল টি তে রয়েছে 5g সুবিধা ও আকর্ষণীয় কালারের বিভিন্ন ডিজাইনের ফোন।

ডিসপ্লেতে বিশেষ 6.5 ইঞ্চি ব্যবহার করা হয়েছে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 805। এই ফোনটিতে আপনি যেকোন ধরনের গেমস খেলতে পারবেন কেননা র্যাব 12 জিবি ইন্টারনাল স্টোরেজ 256 gb। ফোনটির ব্যাক ক্যামেরায় 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ভালো ব্যাটারি ব্যাকআপ এর জন্য 4 হাজার 200 মিলি এম্পিয়ার এর ব্যাটারি সংযুক্ত করা হয়েছে যার কারণে আপনি দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন। 

ভিভো এক্স৬০ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি
  • র‍্যামঃ ১২ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪২০০ মিলিএম্প
  • ভিভো এক্স৬০ প্রো এর দামঃ ৬৯,৯৯০টাকা

ভিভো ওয়াই ২০ এর দাম – 


ভিভোর ফোনের দাম বিবেচনায় কম দামের ফোন হলেও সুন্দর দেখতে একটি ফোন হলো ভিভো ওয়াই২০ ২০২১ ফোনটি। ফোনটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর শোভা বাড়িয়ে দিয়েছে অনেকটা। তবে ভিতরে থাকা হেলিও পি৩৫ প্রসেসরের কারণে অনেকের অপছন্দের কারণ হতে পারে ফোনটি।

ভিভো ওয়াই২০ ২০২১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • ভিভো ওয়াই২০ ২০২১ এর দামঃ ১৩,৯৯০টাকা

ভিভো ওয়াই ২১টি এর দাম – 


২০হাজার টাকার মধ্যে যদি ভিভো’র ফোন খুঁজেন, তবে ভিভো ওয়াই২১টি ফোনটি পছন্দ হতে পারে। ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার পাশাপাশি এই ফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফোনটি পাওয়া যাবে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।

ভিভো ওয়াই২১টি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫১ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ mah power
  • ভিভো ওয়াই২১টি এর দামঃ ১৭,৯৯০টাকা


শেষ কথা :

আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিভো ফোন দেয়া হয়েছে । so আর দেরি নোই উপভোগ করুন এই ফোন গুলো । আপানারা সবাই ভালো থাকবেন । এই ফোন গুলোর মধ্যে থেকে আপনার কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশই কমেন্ট করবেন ।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


0/পোস্ট এ কমেন্ট/Comments